কেশবপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০ | আপডেট: ৬:২৭:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০ সাংবাদিক জয়দেব চক্রবর্তী যশোরের কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ সম্মাননা স্মারক প্রদান করেছে। মঙ্গলবার সন্ধ্যায় পাঁজিয়া সম্মিলিত সাহিত্য সাংষ্কৃাতিক সংসদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম খান। সংগঠনের সাধারণ সম্পাদক তাপস মজুমদারের সঞ্চালনায় স্মারক প্রদান অনুষ্ঠানে আলোচনা করেন, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস দে, সংগঠনের কোষাধ্যক্ষ দীপক বসু, সহ-সভাপতি সুব্রত বসু, সমীর কুমার দাস, শিল্পী উজ্জ্বল ব্যানার্জী, গ্রামীণ ব্যাংক পাঁজিয়া বাজার শাখার ব্যবস্থাপক তপন নন্দী, সদস্য মিহির বসু, জয়দেব মিত্র, লিটন হোসেন প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন তাপস দে, দীপক বসু,তাপস মজুমদার, উজ্জ্বল ব্যানার্জী, তপন নন্দী। সম্মাননা অনুষ্ঠানে সাংবাদিক জয়দেব চক্রবর্ত্তী বলেন, এ সম্মাননা অনুষ্ঠানের মধ্য দিয়ে পেশাদার সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধি পাবে। সংবাদটি পড়া হয়েছে ৪৭৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু কেশবপুরে মৎস্য চাষীরা পেল মাছের পোনা খাদ্যসহ বিভিন্ন উপকরণ