তালা মুক্তিযোদ্ধালীগের আয়োজনে শেখ হাসিনার জন্মদিন পালন

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০ | আপডেট: ৫:৫০:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করেছে তালা উপজেলা মুক্তিযোদ্ধালীগ। দিবসটি উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে তালা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার। উপজেলা মুক্তিযোদ্ধা লীগের সাংগঠনিক সম্পাদক, রুপালী পরিচালক শফিকুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মুক্তিযোদ্ধা লীগের শ্রম ও জনশক্তি সম্পাদক ও তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহাবুদ্দীন বিশ্বাস, মুক্তিযোদ্ধা লীগের সহ-সভাপতি ও আওয়ামী লীগনেতা সৈয়দ ইদ্রিস, মুক্তিযোদ্ধা লীগের উপদেষ্টা, জেলা আওয়ামী লীগ নেতা ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু এবং উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডোর সভাপতি শেখ জাহিদুর রহমান লিটু প্রমুখ।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা