তালায় দূর্ধর্ষ ছিনতাই সংগঠিত প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০ | আপডেট: ৯:০২:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০ তালায় দূর্ধর্ষ ছিনতাই সংগঠিত হয়েছে। সোমবার ভোর রাত ৪টা ৪০ মিনিটের দিকে তালা উপজেলার ক্রাইম জোন হিসেবে পরিচিত তালা-ডুমুরিয়া সীমান্তবর্তী জাতপুর-মহান্দী সড়কের খইতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা নগত ৯হাজার ৬শত টাকা নিয়ে গেছে। ছিনতাইয়ের কবলে পড়া শ্যামনগর উপজেলার বংশীপুর এলাকার গুরুপদ ঘোষ এর পুত্র অনুপম ঘোষ(২৭) জানান, তালার জেয়ালা ঘোষপাড়ায় ভাগবাদ অনুষ্ঠান থেকে কীর্তন করে রাত ৪টা ৪০ মিনিটের দিকে আটারই গ্রামের মান্নান নামের এক ভাড়ায় চালিত মটর সাইকেল যোগে সাতক্ষীরা আসার সময় জাতপুর-মহান্দী সড়কের খইতলা নামক স্থানে আসা মাত্রই টর্চলাইট মেরে গতিরোধ করে। পরবর্তীতে তার হাতে লম্বা দা দেখে গাড়ী ঘুরিয়ে শেখের হাটের দিকে যেতে চাইলে সামনের দিক থেকে আরও দুই জন দা ও লোহার রড হাতে আমাদের আটকিয়ে আমার কাছে থাকা ২৬শত টাকা মোবাইল ও ল্যাপটপ নিয়ে নেয়,পরে কাকুতি মিনতি করলে মোবাইল ল্যাপটপ ও যাওয়ার জন্য ১শত টাকা ফেরত দিয়ে চলে আসতে বললে আমরা চলে আসি। পরে জেয়ালা গ্রামের জগো ঘোষের পুত্র বিশ্ব ঘোষ গামালে যাওয়ার পথে তাকে আটকিয়ে ৭ হাজার টাকা নিয়ে নেয়। এর আগেও ঐ জায়গায় আকরাম নামের একজন খুন, খিতিস ঘোষ নামের একজন কে কুপিয়ে আহত, সাংবাদিক এম এ মান্নান কে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা, জেয়ালা নলতা গ্রামের মাছ ব্যাবসায়ী অরুপ সাহার টাকা ও মোবাইল ছিনতাই, আটারই গ্রামের আমজাদ এর মটরভ্যান ছিনতাই সহ অসংখ্য অপরাধ সংগঠিত হয়েছে। এ ব্যাপারে তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী রাসেল এর কাছে জানতে চাইলে তার কাছে এমন কোন তথ্য জানা নাই, তবে কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। সংবাদটি পড়া হয়েছে ২২১ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় ইংরেজি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু তালায় সীমানা পিলারসহ আটক ৩, থানায় মামলা দায়ের