চুকনগরে দিনে দুপুরে দুঃসাহসিক চুরি, খোয়া গেছে নগদ টাকা ও স্বর্ণালংকার প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০ | আপডেট: ৮:১৯:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০ চুকনগরে দিনে দুপুরে বাথরুমের চালের টিনের স্ক্রু কেটে ভিতরে প্রবেশ করে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। খোয়া গেছে নগত টাকা ও স্বর্ণালংকার। ডুমুরিয়া উপজেলার মালতিয়া গ্রামের গোবিন্দ চন্দ্র বিশ্বাসের পুত্র প্রবীর কুমার বিশ্বাস জানায়, তিনি প্রতিদিনের ন্যায় সকালে খাওয়া দাওয়া শেষে শেখ ম্যাশিনারিজ শোরুমে কাজে চলে যান। বিকাল ৪ টার দিকে তার স্ত্রী বন্যা রায় তার মেয়ে প্রীতি বিশ্বাসকে নিয়ে প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়াতে যান। এ সুযোগে চোরেরা তাদের বাড়ির পশ্চিম পাশের বাথরুমের চালের টিনের স্ক্রু কেটে ভিতরে প্রবেশ করে। এরপর বাথরুমের দরজার লক ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে শোকেসের তালা ভেঙে (প্রবীরের ভাষ্যমতে)প্রায় ৪লক্ষ ৫০ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। সন্ধ্যায় তার স্ত্রী বাসায় ফিরে দেখতে পান ঘরের ভিতরে রাখা মালামাল ছড়ানো এবং শোকেসের ভিতরে রাখা নগত টাকা ও স্বর্ণালংকার নেই। এ সংবাদে প্রবীর বিশ্বাস বাড়িতে এসে সাথে সাথে বিষয়টি ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বিপ্লবকে জানান। এ রির্পোট লেখা পর্যন্ত ডুমুরিয়া থানায় অভিযোগের প্রস্তুতি চলছিল। সংবাদটি পড়া হয়েছে ১১০৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত চুকনগরের হত্যাকান্ড শুধু নারকীয় নয়, এটি পৈচাশিক হত্যাকান্ড- প্রধান বিচারপতি