কালিগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০ | আপডেট: ৬:৫৮:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০

কালীগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শান্তি সম্প্রীতি ও সৌহার্দ্য এই স্লোগানকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংগঠন রূপান্তর ও পিস ক্লাবের আয়োজনে ২১ সেপ্টেম্বর ২০২০ রোজ সোমবার সকাল ১০.০০ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে আন্তর্জাতিক শান্তি দিবস পালন উপলক্ষে পিস ক্লাবের যুব সদস্যদের অংশগ্রহণে সাইকেল শান্তির প্রতীক কবুতর উড়িয়া সাইকেল র‌্যালি উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

রূপান্তরের মিনহাজুল হক এর পরিচালনায় এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি শেখঃ নাজমুল আহসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, দৈনিক দৃষ্টিপাত ব্যুরো প্রধান আশেক মেহেদী, পিস ক্লাবের হারুন বিপ্লব প্রমূখ।

আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে বাইসাইকেল র‌্যালি টি নাজিমগঞ্জ মোকাম সহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

নূর ইসলাম বাবু। সংবাদদাতা। কালিগঞ্জ, সাতক্ষীরা