তালায় শালতা রিভার বেসিন কমিটির সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০ | আপডেট: ৭:০৪:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০ রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে তালা মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগারে শালতা রিভার বেসিন কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শালতা রিভার বেসিন কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলী। সভায় বক্তব্য রাখেন শালতা রিভার বেসিন কমিটির নেতা অধ্যাপক রেজাউল করিম, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, শালতা রিভার বেসিন কমিটির সদস্য শিবপদ মল্লিক, জি এম শহিদুল্লাহ, প্রীতিশ মন্ডল, বন্দনা বিশ্বাস, অসীম সরকার, এবাদুল গাজী, মোঃ আফজাল হোসেন, সাংবাদিক গাজী জাহিদুর রহমান ও উত্তরণের মোঃ আলামিন মোড়ল প্রমুখ। উক্ত সভায় শালতা নদী খনন পর্যালোচনা, চলতি বছরের জলাবদ্ধতা এবং পানি কমিটির পরিকল্পনা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংবাদটি পড়া হয়েছে ৫১২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা