ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে মাদক সেবীকে জরিমানা প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০ | আপডেট: ১১:৩৮:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০ ডুমুরিয়ায় গাঁজা সেবনের অপরাধে এক মাদক সেবী জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার রাতে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জীব দাস। জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে ডুমুরিয়া বাজারে আলিবর্দি ওরফে আরমান নামক এক ব্যক্তি গাঁজা সেবন করছিল। এ অপরাধ সে নিজে স্বীকার করায় আইনের ৩৬(১)(২১) ধারায় ২৫০০/- অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে মাদক সেবন করবেন না এমন মুচলেকা গ্রহণ করা হয়। ডুমুরিয়া থানা পুলিশের সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। সংবাদটি পড়া হয়েছে ৪৯৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় পিতার বাড়িতে নব-বধুর ঝুলন্ত লাশ উদ্ধার আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়ে জীবন বদলে গেছে ডুমুরিয়ার ভূমিহীন ৮০৫টি পরিবারের