চীনে কাঁকড়া রপ্তানির দাবীতে পাইকগাছায় মানববন্ধন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০ | আপডেট: ৭:২৪:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০ পাইকগাছায় চীন দেশে কাঁকড়া রপ্তানির দাবীতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে পাইকগাছা, কপিলমুনি ও কয়রা কাঁকড়া সমিতি মানববন্ধন করেছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, পাইকগাগাছা কাঁকড়া সমিতির সভাপতি দেবব্রত দাস দেবু। বক্তব্য রাখেন, কয়রা সমিতির সম্পাদক আলমগীর হোসেন, কপিলমুনি সমিতির সভাপতি শেখ আনারুল ইসলাম, আব্দুস সাত্তার, বিদ্যুৎ ঘোষ, মুকুল, অধিবাস সানা, সুধীর মন্ডল, নৃপেন মন্ডল, পরিতোষ মন্ডল ও তাপস সানা। সভায় বক্তারা বলেন, পাইকগাছা, কয়রা ও কপিলমুনিতে ৭ শতাধিক কাঁকড়ার ডিপো। প্রতিদিন এসব ডিপো থেকে ৫ টনের বেশি কাঁকড়া বিদেশে রপ্তানি করা হতো। যার মধ্যে ৮০-৮৫% কাঁকড়া রপ্তানি হতো চীনে। চলতি বছর চীনে কাঁকড়া রপ্তানি সম্পুর্ণ বন্ধ থাকায় প্রায় সকল ডিপো বন্ধ হয়ে গেছে। ফলে বেকার হয়ে পড়েছে তিন হাজারেরও বেশি শ্রমিক। এ পেশায় জড়িতরা বেকারত্ব জীবন যাপন করায় মাননীয় প্রধান মন্ত্রীর হস্থক্ষেপ কামনা করা হয়। সংবাদটি পড়া হয়েছে ৩৭৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা! পাইকগাছার ৬ ইট ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা