ফেসবুকে এডিট করা নগ্ন ছবি ছড়িয়ে বিউটিকে আত্মহত্যায় প্ররোচিত করা মৃত্যুঞ্জয় গ্রেপ্তার

প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০ | আপডেট: ১:০০:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০

সাতক্ষীরার তালায় ফেসবুকে ভূয়া নগ্ন ছবি ছড়িয়ে কলেজ ছাত্রী বিউটিকে আত্মহত্যায় প্ররোচিত করা বখাটে মৃত্যুঞ্জয় রায়কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ। শনিবার(১২ সেপ্টেম্বর) সকালে তালা থানা অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

উল্লেখ্য: ফেসবুকে নগ্ন ছবি ছড়িয়ে দেয়ায় বিউটি মন্ডল (১৬) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। গত বুধবার দুপুরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সাতক্ষীরা জেলার তালা উপজেলার কলাগাছি গ্রামের নিতাই মন্ডলের মেয়ে বিউটি মন্ডল। এ বছর সফলতার সাথে মাধ্যমিকে পরীক্ষায় উত্তীর্ণ হয় সে।

বিউটি মন্ডলের কাকা দিপঙ্কর মন্ডল জানান, একই গ্রামের জগদীশ রায়’র ছেলে বখাটে মৃত্যুঞ্জয় রায় দীর্ঘদিন ধরে বিউটিকে উত্ত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিউটি রাজি না হওয়ায় অশ্লিল ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় লম্পট মৃত্যুঞ্জয়। এক সপ্তাহ আগে অন্য মেয়ের নগ্ন ছবি এডিট করে তাতে বিউটির মুখ জুড়ে দিয়ে ছবিগুলো ফেসবুকের একাধিক আইডিতে ছড়িয়ে দেয় মৃত্যুঞ্জয়।

বুধবার দুপুরে বিলে বিউটির বাবা ও মা ঘাঁস কাটতে যায়। এই সসময় ক্ষোভে, লজ্জায় বিউটি নিজ ঘরের মধ্যে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ বিষয়ে গত রোববার থানায় প্রাথমিক অভিযোগ দায়ের করে বিউটির পিতা। বিউটি মন্ডলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে লম্পট মৃত্যুঞ্জয়সহ তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স