তালায় খলিলনগর ইউনিয়নে দলিত নারী পরিষদ’র দল গঠন

প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০ | আপডেট: ১:৪৭:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ১২ নং খলিলনগর ইউনিয়নের এসডিএ মিশন প্রাঙ্গনে দলিত নারীদের অংশগ্রহনে দলগঠন সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ডিইএফ ও উন্নয়ন সহযোগী মানুষের জন্য ফাউন্ডেশন’র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় দলিত কমিউনিটি প্রতিনিধি মিতা দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দলিত পরিষদ’র সভাপতি উদয় কৃঞ্চ দাস।
প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ননা করেন প্রোগ্রাম সমন্বয়কারী ফারজানা কবির। ডিইএফ এর কর্মীবৃন্দের মধ্যে প্রোগ্রাম সমন্বয়কারী ফারজানা কবির ,ফিল্ড ফ্যাসিলিটেটর বাহারুল ইসলাম ও কমিউনিটি ক্যাম্পেইনার রেখা সুলতানা উপস্থিত থেকে সভা কার্য শুরু হয়। দলিত নারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন ফিল্ড ফ্যাসিলিটেটর বাহারুল ইসলাম।
৩৮ জন কমিউনিটি প্রতিনিধির উপস্থিতিতে পার্বতি দাসকে সভাপতি এবং লিমা দাস সম্পাদক নির্বাচিত করে ৩০ সদস্য বিশিষ্ট ইউনিয়ন দলিত নারী পরিষদ-বিডিএনপি (স্থানীয় মহিলা প্লাটফর্ম) এর দল গঠন করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

তালায় দলিত’র উদ্যোগে বাল্য বিবাহ রোধে সভা অনুষ্ঠিত

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির অংশগ্রহনে বাল্য বিবাহ রোধকল্পে সচেতনতা বৃদ্ধিমূলক সভা মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা মিশন বাম্বেনী- ইতালী’র অর্থায়নে, বেসরকারি সংস্থা দলিত’র আয়োজনে এবং সংস্থার শিক্ষা প্রকল্পের আওতায় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন। প্রধান অতিথি অহিসেবে উপস্থিত ছিলেন, দলিত’র প্রকল্প ব্যবস্থাপক মিসেস ধরা দেবী দাশ। দলিত’র প্রকল্প সমন্বয়কারী নেপাল দাশ’র পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে ইউপি সদস্য মো. এজাহার আলী, সঞ্জয় কুমার দে, আসাদ মৃধা, আল আমীন, রফিকুল ইসলাম, সোহরাব সরদার, আশুরা করিম, বিলকিস বেগম, শিক্ষক তুলসি দাস, বিশ্বনাথ বন্দোপাধ্যায়, দলিত স্কুলের শিক্ষক বিশ্বমিত্র সরকার, সুমিত্রা রানী দাস ও কাঞ্চন দাস প্রমুখ বক্তৃতা করেন। সভায় বাল্য বিবাহ প্রতিরোধ এবং বাল্য বিবাহ’র কূফল সম্পর্কে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

এমএ মান্নান। নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা