মাগুরাঘোনায় তুচ্ছ ঘটনায় ৪জনকে কুপিয়ে জখম, এজাহার দায়ের

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০ | আপডেট: ১:৫৮:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০

মাগুরাঘোনায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ঘাস কেটে রোপন করা ধান ক্ষেতে ফেলে ধানের ক্ষতি সাধন করার কারণ জানতে চাওয়ায় ৪জনকে কুপিয়ে জখম করা হয়েছে। এঘটনায় ৪জনের নাম উল্লেখ করে মাগুরাঘোনা গ্রামের মৃত জয়নাল সরদারের পুত্র সাইফুল ইসলাম বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি এজাহার দায়ের করেছে। যার নং-০৮।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

প্রাপ্ত এজাহার সূত্রে জানা যায়, গত ১১/০৮/২০২০ইং তারিখ দুপুরের দিকে আসামীগণ মাগুরাঘোনা মৌজাস্থ উত্তর বিলে অবস্থিত বাদীর ভাই মোঃ জাকির সরদারের ভোগদখলকৃত সম্পত্তির সীমানায় ভেড়ী বাঁধ হতে ঘাস কেটে তার রোপনকৃত ধান ক্ষেতে ফেলে ধানের ক্ষতি সাধন করে। তখন বাদীর ভাইপো আল আমিন সরদার(২৪)আসামীগনের নিকট ফসল নষ্ট করার কারণ জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে মারপিট করতে উদ্যত হলে সে ভয়ে ভীত হয়ে দৌঁড়ে বাড়ি আসার চেষ্টাকালে সরদার বাড়ি জামে মসজিদের সামনে আসলে আসামীরা দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তার পথ রোধ করে। এসময় তাদের হাতে থাকা লোহার রড ও বাঁশের লাঠিসোটা দিয়ে তাকে পিটিয়ে আহত করে।

এসময় তার ডাকচিৎকারে বাদীসহ তার নোয়া ভাই জাকির সরদার(৫২),ছোট ভাই শরিফুল ইসলাম(২৮)গণ ঘটনাস্থলে এসে আসামীগণকে ঠেকাতে গেলে তারা জাকির হোসেনকে লক্ষ্য করে খুন করার উদ্দেশ্যে ১নং আসামী দা দিয়ে স্বজোরে কোপ মারলে উক্ত কোপ ডান হাতের তালুতে লেগে গুরুত্বর আহত হয়। এসময় তারা বাদী সাইফুল ইসলাম(৩৫),আখির সরদার(৫০) ও শরিফুল সরদার(২৮)কে কুপিয়ে আহত করে। এঘটনায় মাগুরাঘোনা গ্রামের মৃত আনোয়ার সরদারের পুত্র সেলিম সরদার(৪৬), মহসিন সরদার(৪০),মত্তোর্জা সরদার(৫২) ও জুলফিকার সরদার(৬০)এর নাম উল্লেখ করে ডুমুরিয়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

এব্যাপারে বাদী সাইফুল ইসলাম বলেন, সেলিম মাষ্টার মাগুরাঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েও এভাবে আমাদের কুপিয়ে জখম করতে পারে সেটা আমাদের বিশ্বাস করতে খুব কষ্ট হয়। একজন শিক্ষিত জ্ঞানী লোক নরপিচাশের মত আমাদের পিটিয়ে যেভাবে আহত করেছে তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এব্যাপারে সেলিম মাষ্টার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।


আপনার মতামত লিখুন :

গাজী আব্দুল কুদ্দুস। নিজস্ব প্রতিবেদক। চুকনগর, খুলনা