তালায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য সেমিনার ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০ | আপডেট: ৮:৩৫:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০ সাতক্ষীরার তালায় অভিবাসন প্রক্রিয়া প্রসারিত, সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল করণার্থে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক প্রচার, সেমিনার ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় তালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন। সাতক্ষীরা জনশক্তি জরীপ কর্মকর্তা মোঃ আব্দুল মজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) মোঃ জেল্লাল হোসেন ও তালা থানার এসআই দেব প্রসাদ দাশ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংবাদটি পড়া হয়েছে ৩০৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মোস্তফা বিশ্বাসের মৃত্যুদন্ড তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ