পাটকেলঘাটায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২০ | আপডেট: ৫:৩১:অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২০ প্রতিকী ছবি সাতক্ষীরার পাটকেলঘাটায় পানিতে ডুবে তিন বছর বয়সের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শিশুটি থানার শিয়ালডাঙ্গা গ্রামের ভ্যানচালক কামরুলের পুত্র আজিম উদ্দীন। স্থানীয়রা জানায়, শনিবার(২৯ আগস্ট) সকাল ৮টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর বাড়ির লোকজন তাকে ভাসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে ডাক্তারের নিকট নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষনা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংবাদটি পড়া হয়েছে ৭৬৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সড়ক দূর্ঘটনায় পাটকেলঘাটার দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু পাটকেলঘাটায় ধানবোঝাই পিকআপ উল্টে দুই শ্রমিক নিহত, আহত ১৫