কালিগঞ্জ ডাক বিভাগের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকি পালন প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০২০ | আপডেট: ৯:৩২:পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০২০ বাংলাদেশ ডাক বিভাগ কালিগঞ্জ উপজেলা পোষ্ট অফিসের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে ২৫ আগষ্ট বিকাল ৫টায় কালিগঞ্জ পোষ্ট অফিসের কার্যালয়ে আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালিগঞ্জ উপজেলা পোষ্ট মাষ্টার সসী ভূষন রায় এর সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা উপ-বিভাগ পোষ্ট অফিস পরিদর্শক নন্দন কুমার চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু প্রমূখ। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর সহ ১৫ আগষ্ট নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন, কালিগঞ্জ থানা জামে মসজিদের ঈমাম মোঃ ফারুক হোসেন। দোয়া অনুষ্ঠানে কালিগঞ্জ পোষ্ট অফিসের কর্মকর্তা, কর্মচারী সকলে উপস্থিত ছিলেন। সংবাদটি পড়া হয়েছে ৪০৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ কালিগঞ্জে অর্থ ও সম্পত্তিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে বৃদ্ধা মাকে হত্যার অভিযোগ