না ফেরার দেশে সবার প্রিয় তালার দীলিপ পাল প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২০ | আপডেট: ৪:২৪:অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২০ সবাইকে কাঁদিয়ে না ফেরের দেশে চলে গেলেন তালার প্রিয় মুখ দীলিপ কুমার পাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি তালা উপজেলার ইসলামকাটি গ্রামের বাসিন্দা। ইসলামকাটী ব্রিজের পার্শ্ববর্তী এলাকায় তার হার্টের ষ্ট্রোক হয় এবং কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। পারিবারিক সূত্রে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার পরিবারের ঘনিষ্ঠজন। জানা যায়, সোমবার(২৪) আগষ্ট সকালে বাড়ির নিজের মন্দিরে পূজো দিয়ে তার ছেলেদের পানের বরজে গিয়েছেন ছেলেদের কাজের সহযোগিতা করছিলেন। ইসলামকাটি ব্রিজের পার্শ্ববর্তী এলাকায় তার হার্টের ষ্ট্রোক হয়, সেখানে তার ছেলে সাথে সাথে ডাক্তার কল করে আনে ও বাড়িতে নিয়ে আসে, কিন্তু কোন কিছু করার আগেই সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। তিনি ইসলামকাটি পার্বতীনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দপ্তরী পদে কর্মরত ছিলেন। অবসরে যাওয়ার পর নতুনভাবে নিজেকে উপস্থাপন করেন পাসপোর্ট ও ভারতীয় ভিসা আবেদনের সহযোগি হিসেবে কাজ করে। মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা ও নাতী-নাতনি সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে নিজের বাড়িতে আজ দুপুরে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। বিকালে ইসলামকাটি মহাশ্মশানে তার শেষকৃত্য করা হয়। সংবাদটি পড়া হয়েছে ৮৫৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা