পাটকেলঘাটায় বাড়ীর গেটের তালা ভেঙ্গে মোটরসাইকেল চুরি

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২০ | আপডেট: ১০:০৬:অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২০

তালা উপজেলার পাটকেলঘাটা হারুন-অর-রশিদ ডিগ্রী কলেজ মোড়ে অবস্থিত মেসার্স বিশ্বাস মেডিসিন শপ এর পিছনে বাড়ির মধ্যে থেকে সোমবার দিনগত রাত আনুমানিক ৩টার দিকে ঔষধ ব্যবসায়ী ফারুক হোসেন বিশ্বাসের ব্যবহৃত নতুন ১৫০সিসি কালো লাল রং এর পালসার মোটরসাইকেলটি গ্রিল কেটে তালা ভেঙ্গে চুরি করে নিয়ে গেছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

মোটরসাইকেলের মালিক ফারুক হোসেন জানান, প্রতিদিনের ন্যায় আমার পালসার নতুন মোটরসাইকেলটি ঘরের বারান্দায় দুইটা তালা মেরে রাখি, রাত ৪টার দিকে ঘুম থেকে উঠে দেখি মোটরসাইকেলটি নাই তখন থেকে আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজির পর মোটরসাইকেলটি পাওয়া যায়নি।

এ ব্যাপারে পাটকেলঘাটা থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

এম এ মান্নান। নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা