না ফেরার দেশে চলে গেলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাংসদ আ.ফ.ম রুহুল হকের সহধর্মিণী প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০ | আপডেট: ১১:৩৯:অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০ সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাংসদ আ.ফ.ম রুহুল হক ও সহধর্মিণী ইলা হক সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হকের সহধর্মিণী মিসেস ইলা হক(৫৬) সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্বামী, ১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (১২আগষ্ট) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯:৫৫ টায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবত দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। তার মৃত্যুর বিষয়টি স্বামী আ.ফ.ম রুহুল হক নিজস্ব ফেসবুক আইডিতে স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেছেন। সংবাদটি পড়া হয়েছে ৫৩২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরায় চাহিদার চেয়ে পশুর মজুত দ্বিগুন, দাম নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা আশাশুনিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই ঘের কর্মচারী নিহত