তালায় এতিমখানা ও খ্রিষ্টীয় উপাশনালয় উদ্বোধন প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০ | আপডেট: ১০:২৭:অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০ তালার হাজরাকাঠি গ্রামে খ্রিষ্টান ধর্মালম্ববীদের জন্য উপাসনালয় ও অসহায় এবং দরিদ্র শিশুদের জন্য এতিমখানা নির্মান করার উদ্যোগ গ্রহন করা হয়েছে। মিশনারী সংস্থা প্রেয়ার হাউজ চার্চ অব বাংলাদেশ’র সহযোগীতায় প্রতিষ্ঠান দুটি পরিচালিত হবে। মঙ্গলবার সকালে হাজরাকাঠি গ্রামে উপাসনালয় এবং এতিমখানা নির্মানের স্থলে আনুষ্ঠানিক ভাবে সাইনবোর্ড উত্তলোন করে প্রতিষ্ঠানের কার্যমের সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রেয়ার হাউজ চার্চ অব বাংলাদেশ’র চেয়ারম্যান পালক স্বপন সরকার সভাপতিত্ব করেন। পালক গাব্রীয়েল সরকার’র পরিচালনায় এসময় স্থানিয় ইউপি সদস্য আ.স.ম. আব্দুর রব, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, রেভারেন্ট প্রদ্যুৎ সরকার, বিবিসিএফ ঝিনাইদহ ডিএফ এর সাধারন সম্পাদক জোসেফ সরকার, পালক নিখিল বিশ্বাস, বাসুদেব অধিকারী, অমল সরকার, রাজু গাইন, অধির সরকার, কানুপদ, মিশনারী দাতা সংস্থা এএভি এর ম্যানেজার নয়ন দাশ এবং হিসাব রক্ষক মানিক দাশ সহ এলাকার দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদটি পড়া হয়েছে ৩৮৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরায় মাদক সেবন ও চাঁদাবাজির অভিযোগে যুবদলের তিন নেতা গ্রেপ্তার তালায় ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা