কালিগঞ্জে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকের উদ্বোধন প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২০ | আপডেট: ১২:২১:পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২০ সাতক্ষীরার কালিগঞ্জের বাঁশতলা বাজারে উদ্বোধন করা হয়েছে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক। সোমবার(১০ আগষ্ট) বেলা ১১ টায় অল সেফ এন্টারপ্রাইজ এর আয়োজনে বাঁশতলা বাজার বনিক সমিতির সভাপতি জয়দেব বিশ্বাসের সভাপতিত্বে ব্যাংকের উদ্বোধন করেন প্রধান অতিথি ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক নুর মোহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ কলেজের সাবেক অধ্যাপক আলহাজ্ব আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, বাঁশতলা বাজার মৎস্যসেট কমিটির সভাপতি ইফতেখারুল ইসলাম সুমন , বিশিষ্ট ব্যবসায়ী সরদার রফিকুল ইসলাম, অল সেফ এন্টার প্রাইজের পরিচালক শেখ শামিম আজাদ রনি। করোনা কালীন সময়ে উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগন স্বাস্থ্য বিধি মেনে সামাজিক ও শারিরীক দুরত্ব মেনে অংশগ্রহন করেন। সংবাদটি পড়া হয়েছে ৫৩৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ কালিগঞ্জে অর্থ ও সম্পত্তিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে বৃদ্ধা মাকে হত্যার অভিযোগ