করোনার উপসর্গ নিয়ে সামেক হাসপাতালে আরও এক নারীর মৃত্যু প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২০ | আপডেট: ১০:৪৬:পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২০ জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ফাতেমা বেগম (৫০) নামের আরও এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) ভোর সাড়ে ৫ টায় মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এনিয়ে সাতক্ষীরা জেলায় করেনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন ৫৭ জন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা.মানস কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে গত (৮ আগস্ট) বিকালে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন বৃদ্ধ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার আফতাপ আলীর স্ত্রী ফতেমা বেগম (৫০)। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তিনি মারা যান। ভর্তির পরপরই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হলেও এখনও তার রিপোর্ট পাওয়া যায়নি। মেডিকেল অফিসার ডা.মানস কুমার মন্ডল আরও জানান,স্বাস্থ্য বিধি মেনে তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। একই সাথে লকডাউন করা হয়েছে তার বাড়ি। সংবাদটি পড়া হয়েছে ৫০৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরা জজ কোর্টে বিশ্রামাগার উদ্বোধন করলেন প্রধান বিচারপতি তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ