কবিতা: “তোমাতেই সর্বনাশ” প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২০ | আপডেট: ১০:১৪:অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২০ কবি রুদ্র অয়ন পরিচয় না হলেই ঢের ভালো হতো, পেতাম নাতো বেদনা আমি অত শত। কেন এসেছিলে তুমি ছেড়ে যাবে যদি? বুকে মাঝে গড়ে এক বিরহের নদী! তোমার মাঝে আমার ছিলো বসবাস, তোমাতেই যে আমার হলো সর্বনাশ! কবি রুদ্র অয়নকবিতা সংবাদটি পড়া হয়েছে ৭৭৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?