কালিগঞ্জের নলতায় মাঘুরালী গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২০ | আপডেট: ১১:৫৫:অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২০ কালিগঞ্জ উপজেলার নলতায় বিদ্যুৎ স্পৃষ্টে মো: সালাহউদ্দিন বিশ্বাস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বৃহস্পতিবার(৬ আগস্ট) বিকাল সাড়ে ৩ টায় ইউনিয়নের মাঘুরালী গ্রামে নিজ বাড়িতেই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তার মৃত্যু হয়। তিনি ওই এলাকার বাবুরালী বিশ্বাসের ছোট ছেলে। মৃত্যুকালে ৫ বছরের এক পুত্র, স্ত্রী, পিতা, ভাই-বোন সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ‘নিহত সালাহউদ্দিন বিশ্বাস পেশায় কাঠমিস্ত্রী। বৃহস্পতিবার দুপুরে খাওয়ার পর বেলা তিনটার দিকে নিজ বাড়ির একটি কক্ষে কারেন্টের রেন্দা দিয়ে কাঠের কাজ করার সময় ঝুলন্ত সুইজ বোর্ড সহ বৈদ্যুতিক একটি লুজ তার সালাহউদ্দিনের বুকের উপরে পড়ে। এ সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে মৃত্যুবরণ করেন’। বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু সংবাদটি পড়া হয়েছে ৩৭৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ কালিগঞ্জে অর্থ ও সম্পত্তিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে বৃদ্ধা মাকে হত্যার অভিযোগ