খেদাপাড়ায় ১৭৩ বোতল ফেনসিডিলসহ দুই যুবক গ্রেফতার প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২০ | আপডেট: ১২:২০:পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২০ যশোরের মণিরামপুর উপজেলার খেদাপাড়ায় বস্তাবন্দি ১৭৩ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে আটটার দিকে হেলাঞ্চি বান্দাখাল সংলগ্ন মসজিদের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুইজন হলেন হেলাঞ্চি গ্রামের আমীর আলী বিশ্বাসের ছেলে তবিবুর রহমান তবি (৪৯) ও দীঘিরপাড় গ্রামের আব্দুল খালেকের ছেলে শাহিন হোসেন (৩৭)। তবিবুর রহমান খেদাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল আলীম জিন্নাহর ভাই। সম্প্রতি সে মাদক মামলায় জেল খেটে জামিনে বের হয়েছে। অভিযানে থাকা মণিরামপুর থানার এএসআই আব্দুর রহমান জানান, দীঘিরপাড় এলাকার দিক থেকে একটি বস্তা ভরে ফেনসিডিল এনে হেলাঞ্চি বান্দাখাল এলাকায় বিক্রির উদ্দেশে অবস্থান করছিল তবি ও শাহীন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে তাদের গ্রেফতার করা হয়। মণিরামপুর থানার ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, ১৭৩ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে। সংবাদটি পড়া হয়েছে ৩২৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত রয়েছে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য রাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভারতীয় নাগরিকসহ দুইজন নিহত