সাতক্ষীরায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০ | আপডেট: ৭:০২:অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০ ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার উপকুলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনিসহ চারটি উপজেলার এক হাজার পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। আমেরিকায় বসবাসকারী সাতক্ষীরা বাসীর সংগঠন “সাতক্ষীরা জেলা সমিতি ইউএসএ ইনক” এর ব্যানারে সোমবার সকালে উক্ত খাদ্য সামগ্রী বিতরন করা হয়। খাদ্য সামগ্রী বিতরনে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী শরিফুজ্জামান তুহিন, জিহাদুল ইসলাম জিহান প্রমুখ। শ্যামনগর, আশাশুনি, তালা ও কলারোয়া উপজেলার এক হাজার পরিবারের মাঝে এ সময় চাল, ডাল, তেল, চিনি, সেমাই, খাওয়ার স্যালাইন, সাবান ও হ্যান্ডস্যানিটাইজারসহ বিভিন্ন সামগ্রী বিতরন করা হয়। সংবাদটি পড়া হয়েছে ৫৫৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শ্যামনগরে মৎস্যঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার শ্যামনগরে হঠাৎ কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত শতাধিক ঘরবাড়ি