চাঁদাবাজী মামলায় কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাঈদ গ্রেপ্তার প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০ | আপডেট: ৪:১২:অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০ চাঁদাবাজী ও অপহরন মামলায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা ছাত্রলীগের বরখাস্তকৃত সাবেক সভাপতি আবু সাঈদকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশের সদস্যরা। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার যুগিখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা আবু সাঈদ কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের এস.এম গোলাম হোসেন ওরফে ছোট খোকার ছেলে। এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক ইউছুফ হোসেন জানান, কলারোয়া থানার চাঁদাবাজী ও অপহরন মামলার এজাহার নামীয় আসামী ও সংঘবদ্ধ অপরাধ চক্রের প্রধান আবু সাঈদ দীর্ঘদিন পলাতক ছিলেন। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাকে যুগিখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়। সংবাদটি পড়া হয়েছে ৫৩৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়ায় ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পুলিশ সদস্য নিহত কলারোয়া সীমান্ত থেকে ১৩২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার