মণিরামপুরের খেদাপাড়ায় গাঁজাসহ দুই জন আটক প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০ | আপডেট: ৩:২৪:অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০ যশোরের মনিরামপুর উপজেলার খেদাপাড়ায় ৩৩ পুরিয়া গাঁজাসহ দুই জনকে আটক করেছে খেদাপাড়া ক্যাম্পের পুলিশ। আটক কৃতরা হলেন খেদাপাড়া ইউনিয়নের বসন্তপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে রিনা খাতুন (২৩) ও গালদা গ্রামের মৃত: শফিউল্লাহর ছেলে জহির হোসেন(২৩)। খেদাপাড়া পুলিশ ক্যাম্পের নতুন এসআই গোলাম রসুল জানান, শনিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গী ফোর্স নিয়ে বসন্তপুর গ্রামের মান্নানের দোকান সংলগ্ন অভিযান চালিয়ে ক্রেতা ও বিক্রেতাকে গাঁজাসহ আটক করা হয়েছে। এরপর তাদের মনিরামপুর থানায় হাজতে প্রেরণ করা হয়। সংবাদটি পড়া হয়েছে ২৭৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত রয়েছে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য রাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভারতীয় নাগরিকসহ দুইজন নিহত