মণিরামপুরে ট্রাক থেকে কাঠপড়ে মহিলার মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০ | আপডেট: ৯:৩৭:অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০

মনিরামপুরে শুক্রবার বিকেলে চলন্ত ট্রাক থেকে কাঠ পড়ে ঘটনাস্থলেই কোহিনুর বেগম (৩৫) নামে গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়। নিহত গৃহবধূ উপজেলার রাজগঞ্জের দীঘিরপাড় গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

জানাযায়, কোহিনুর বেগম শিশু সন্তানকে নিয়ে শুক্রবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে পিতার বাড়ি বেগারীতলার উদ্দেশ্যে রওনা হন। ভ্যানযোগে যাওয়ার পথে বিকেলে ছয়টার দিকে মনিরামপুর পৌরশহরের উত্তরমাথায় পৌছুলে পিছন থেকে কাঠবোঝাই একটি ট্রাক ওভারট্রেকিংয়ের সময় একটি কাঠ পড়ে কোহিনুর বেগমের ওপর।

এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মেডিকেল অফিসার ডা: মোসাব্বিরুল ইসলাম রিফাত তাকে মৃত ঘোষনা করেন। আবাসিক কেডিকেল অফিসার ডা: অনুপ কুমার বসু জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়।

 

নিহত কোহিনুর বেগম ভোজগাতী ইউনিয়নের বেগারীতলা গ্রামের মীর নিছার উদ্দিনের মেয়ে। ওসি(সার্বিক) রফিকুল ইসলাম জানান, তিনি শুনেছেন কিন্তু এ ব্যাপারে কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। 


আপনার মতামত লিখুন :

উত্তম চক্রবর্তী। নিজস্ব প্রতিবেদক। মণিরামপুর, যশোর