মণিরামপুরে নানা বাড়িতে বিদ্যুৎস্পর্শে প্রতিবন্ধী কিশোরের মৃত্যু প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০ | আপডেট: ৮:৩৬:অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০ যশোরের মণিরামপুরে বিদ্যুৎস্পর্শে ঐশয্য বিশ্বাস (১৩) নামে এক বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলার হানুয়ার গ্রামে নানা গোপাল মণ্ডলের বাড়িতে এঘটনা ঘটে। নিহত কিশোর একই উপজেলার নেহালপুর ইউপির পাঁচাকড়ি গ্রামের দেবু বিশ্বাসের ছেলে। সে স্থানীয় একটি প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র। নেহালপুর ইউপি চেয়ারম্যান নজমুস সাদৎ বিষয়টি নিশ্চিত করেছেন। চেয়ারম্যানসহ স্থানীয়রা জানান, সোমবার (৬ জুলাই) বাবা মার সাথে নানা বাড়িতে বেড়াতে যায় ঐশয্য। মঙ্গলবার দুপুরে বাড়ির সবাই এক ঘরে খাবার খাচ্ছিলেন। ওই সময় পাশের ঘরে টেবিল ফ্যানের তার নাড়াচাড়া করছিলো সে। একপর্যায়ে বিদ্যুতায়িত হয়ে সেখানেই মৃত্যু হয় ঐশয্যর। রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক তারিকুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পর্শে কোন প্রতিবন্ধী কিশোরের মৃত্যুর বিষয়টি আমাদের কেউ জানায়নি। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। বিদ্যুৎ স্পর্শে মৃত্যু সংবাদটি পড়া হয়েছে ৩৩৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত রয়েছে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য রাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভারতীয় নাগরিকসহ দুইজন নিহত