কেশবপুরে পূর্বশত্রুতায় রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ৬ প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০ | আপডেট: ৪:০৭:অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০ যশোরের কেশবপুরে পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে ৬ জন গুরুতর জখম করেছে। এদের মধ্যে মুমূর্ষু অবস্থায় ৩ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেশবপুর থানার উপপরিদর্শক সুপ্রভাত মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে, উপজেলার শ্রীফলা গ্রামের আব্দুল হামিদ নিনুর ছেলে তবিবুর রহমানকে এলাকার কিছু যুবক চোর বলে উত্ত্যাক্ত করতো। গত ৫ জুলাই বিকেলে এরই জের ধরে কামরুল খানের ছেলে খালিদ হোসেন, তার মা তাসলিমা বেগম, আসাদ খানের ছেলে সোহান, আতিয়ার খানের ছেলে আরাফত, কামরুজ্জামান খানের ছেলে নাজমুল সাকিব ও নাজির খানের ছেলে নাহিদ খান রক্তাক্ত জখম হয়। এলাকার নাজির খান অভিযোগ করে বলেন, তবিবুর রহমানকে চোর বলার জের ধরে সে ও তার ভাই হাবিবুর রহমান শান্তর নেতৃত্বে কথা কাটাকাটির এক পর্যায়ে ৬ জনকে ছুরিকাঘাত করে। তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় খালিদ হোসেন, তাসলিমা বেগম ও সোহানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবিবুর রহমানের পিতা আব্দুল হামিদ নিনু বলেন, চুরির ঘটনায় এলাকায় সালিস হয়ে মিমাংসা হয়ে গেছে। এখনও তারা চোর বলে উত্ত্যাক্ত করছে। মরামারিতে আমার পক্ষেরও ২ জন আহত হয়েছে। কেশবপুর থানার উপ-পরিদর্শক সুপ্রভাত মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সংবাদটি পড়া হয়েছে ৬৯৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: পিতা-পুত্র সহ নিহত ৩ আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু