পাটকেলঘাটা ও তালায় স্বাস্থ্যকর্মীসহ ৩ জনের করোনা পজিটিভ: উপজেলায় মোট আক্রান্ত ৩২ প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০ | আপডেট: ৬:৫৪:অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০ সাতক্ষীরার তালা উপজেলায় এক স্বাস্থ্যকর্মীসহ ৩ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস পাওয়া গেছে। শুক্রবার (৩ জুলাই) বিকালে তালা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। নতুন আক্রান্তরা হলেন উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রামের স্বাস্থ্যকর্মী আকরাম হোসেন বাবলু (৫৩), তালা সদরের রহিমাবাদ গ্রামের গৃহবধূ সাজেদা খাতুন (৩৬) ও পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের সুশান্ত কুমার ঘোষ(৪৪)। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারাহ ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, এ পর্যন্ত উপজেলায় ৬ নারীসহ মোট ৩২ জন করোনা পজেটিভ রোগি সনাক্ত হয়েছে। এরমধ্যে দুইনারীসহ ৫ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন তিনি। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, আক্রান্তদের বাড়িসহ আশেপাশের কয়েক বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। সকলকে সর্তক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। করোনা আক্রান্তকরোনা ভাইরাসসাতক্ষীরায় করোনা আক্রান্ত সংবাদটি পড়া হয়েছে ৭৪৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় ইংরেজি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু তালায় সীমানা পিলারসহ আটক ৩, থানায় মামলা দায়ের