মাগুরাঘোনার শীর্ষ জঙ্গী বাগেরহাটে ডিবি পুলিশের হাতে গ্রেফতার প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০ | আপডেট: ৭:৫৭:অপরাহ্ণ, জুন ২৯, ২০২০ খুলনার ডুমুরিয়া উপজেলার শীর্ষ জঙ্গীকে বাগেরহাটের ডিবি পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রবিউল ইসলাম সরদার মাগুরাঘোনা ইউনিয়নের বাদুড়িয়া গ্রামের শুকুর আলী সরদারের পুত্র। জানা যায়, গত ১৯ জুন বাগেরহাটের কাঁচামালের বাজার হতে মালামাল ক্রয়কালে জঙ্গী সন্দেহেে আটক করে ঐ জেলার গোয়েন্দা সংস্থার ডিবি পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জঙ্গি সংগঠনের সাথে সম্পূক্ততার কথা স্বীকার না করলেও পরে তার ব্যবহৃত ল্যাপটপের সূত্র অনুযায়ী দীর্ঘদিন ধরে জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ততার প্রমান পাওয়া যায়। এরপর তিনদিন রিমান্ড শেষে তাকে ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণখান থানার সরাসরি জঙ্গী সংগঠন সাথে জড়িত থাকার অভিযোগে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। মামলা নং ১৯। এদিকে শীর্ষ জঙ্গি রবিউল ইসলাম গ্রেফতার হলেও গ্রামে বসবাসকারী উত্তর সূরীরা একের পর ঘের দখল, বাজারের জমি দখল ও বিভিন্ন সময়ে নিরীহ মানুষের উপর হামলা চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। সংবাদটি পড়া হয়েছে ৫৩০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় পিকআপ-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ: আহত- ৪ চুকনগরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু