চুকনগরে মুদি ব্যবসায়ী করোনায় আক্রান্ত প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০ | আপডেট: ৪:২৫:অপরাহ্ণ, জুন ২৭, ২০২০ খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলার মিলনস্থল নামে খ্যাত ঐতিহ্যবাহী চুকনগর শহরের এক মুদি দোকানদার করোনায় আক্রান্ত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তার বাড়ি লকডাউন করা হয়েছে। সে ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বাদুড়িয়া গ্রামের সত্তর পরামানিকের পুত্র দুলাল পরামানিক (৬০)। জানা যায়, দুলাল বাবুর স্ত্রী দীর্ঘদিন ধরে ঢাকায় তার পুত্রের বাড়িতে থাকার পর গত কয়েকদিন আগে বাড়িতে আসে। তিনি বাড়িতে আসার পর দুলাল বাবু অসুস্থ হয়ে পড়ে। জ্বরের শরীর নিয়েও তিনি চুকনগর বাজারে দোকানদারী করেন। গতকাল তিনি গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। এ সময় কর্তৃপক্ষ তার পরীক্ষা করলে করোনা পজিটিভ আসে। সাথে সাথে তার বাড়ি লকডাউনের আওতায় আনা হয়। করোনা আক্রান্তকরোনা ভাইরাস সংবাদটি পড়া হয়েছে ৯৩৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরের হত্যাকান্ড শুধু নারকীয় নয়, এটি পৈচাশিক হত্যাকান্ড- প্রধান বিচারপতি চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা