চুকনগরে দানবীর আলহাজ্ব মতিয়ার রহমান আর নেই প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০ | আপডেট: ৯:২৯:অপরাহ্ণ, জুন ২৫, ২০২০ চুকনগর শহরের বিশিষ্ট ব্যবসায়ী, মডেল মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও দানবীর আলহাজ্ব শেখ মতিয়ার রহমান (৭৫) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বুধবার দুপুর ১২ টার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মতিয়ার রহমানের পুত্র আল মামুন জানায়,গত ২০ জুন তার পিতা বাথরুমে যাওয়ার সময় পা পিছলে বাথরুমের সিড়ির উপর পড়ে যায়। এতে তিনি মাথায় প্রচন্ড আঘাত পায়। কিন্তু দেশে ভয়াবহ করোনা পরিস্থিতির কারণে ভাল কোন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করেনি ডাক্তাররা তাকে। এ কারণে প্রতিদিন ডাক্তার দেখিয়ে বাড়ি আনা হত। বুধবার সকালে আবার তিনি খুব অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করার আগেই সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে যান তিনি। মূত্যুকালে তিনি এক পুত্র,দুইকন্যা,পুতাপুতনী,নাতিনাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার মূত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া আসে। আসরবাদ নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। সংবাদটি পড়া হয়েছে ৪৪৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরের হত্যাকান্ড শুধু নারকীয় নয়, এটি পৈচাশিক হত্যাকান্ড- প্রধান বিচারপতি চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা