মণিরামপুরে সাঁপের কামড়ে এক নারীর মৃত্যু প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০ | আপডেট: ২:৫০:অপরাহ্ণ, জুন ২৩, ২০২০ মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের জালালপুর গ্রামে সাঁপের কামড়ে তাহেরুন্নেসা(৫৪) নামে এক নারীর মৃত্যু হয়ছে। সোমবার (২৩ জুন) রাত ৩টার দিকে তাকে সাঁপে কামড়ায়। প্রথমে তাকে স্থানীয় কবিরাজ আবু দাউদ এবং অন্য এক মহিলা করিরাজ দ্বারা চিকিৎসা দেওয়া হয়। তারা ব্যর্থ হলে শেষ রাতের দিকে স্থানীয় ডাক্তারকে খবর দেওয়া হয়। ডাক্তার এসে দেখেন রোগী মারা গেছে। তাহেরুন্নেসার পিতা মৃত আফসার আলী গাজী। স্বামীর সাথে অবনিবনা হওয়ায় স্বামীর সংসার ছেড়ে দীর্ঘদিন সে বাপের বাড়িতে থাকতো। তিনি ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্যা গুনাগ্রাহি রেখে গেছেন। জালালপুর স্কুল মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। মৃত্যুর বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান এস.এম আব্দুল হক নিশ্চিত করেছেন। সাপের কামড়ে মৃত্যু সংবাদটি পড়া হয়েছে ৪৫৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য