প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মশ্মিমনগর ইউনিয়নে শিশুদের মাঝে বিতরণ প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০ | আপডেট: ১:৩৭:অপরাহ্ণ, জুন ১৯, ২০২০ যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ চত্বরে শুক্রবার সকালে ১৩০ শিশুর হাতে খাদ্য সামগ্রী তুলে দেন মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও আ,লীগের নেতা আবুল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত, ছিলেন-মশ্বিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সহ গ্রাম পুলিশ বৃন্দ প্রমূখ। বিতরণকালে সকলকে সামাজিক দুরত্ব বজায় রেখে হাত সবান দিয়ে ধোয়া, বিশেষ কাজে বাহিরে গেলে মাস্ক ব্যবহার করার আহ্বান জানিয়ে চেয়ারম্যান আবুল হোসেন বলেন- করোনা সংকট মোকাবেলায় মশ্মিমনগর ইউনিয়নে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপহারশিশু খাদ্য সংবাদটি পড়া হয়েছে ৩৯৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য