তালায় বিদ্যুৎ স্পৃষ্টে নারীর মৃত্যু প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০ | আপডেট: ৯:১৪:অপরাহ্ণ, জুন ১৯, ২০২০ সাতক্ষীরার তালায় বিদ্যুৎ স্পৃষ্টে ছায়া দেবী(৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি মাগুরা ইউনিয়নের মাগুরাডাঙ্গা গ্রামের জগদীশ মণ্ডলের স্ত্রী। শুক্রবার (১৯ জুন) বিকালে নিজ বাড়িতে অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার করুণ মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য মইনুল ইসলাম জানান, ছায়া দেবী হত দরিদ্র ও দুস্থ পরিবারের মানুষ। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু সংবাদটি পড়া হয়েছে ৬৮৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় ইংরেজি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু তালায় সীমানা পিলারসহ আটক ৩, থানায় মামলা দায়ের