পাটকেলঘাটা বাজারের অধিকাংশ রাস্তাগুলো চলাচলের অনুপযোগী প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০ | আপডেট: ১১:২৬:অপরাহ্ণ, জুন ১৭, ২০২০ সাতক্ষীরা জেলার সর্ববৃহৎ বাণিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটা বাজারের অধিকাংশ রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে পাটকেলঘাটা বাজারের হাইস্কুল রোড, পল্লি বিদ্যুৎ রোড, গরুহাটা রোড, গোডাউন রোড, ছিদ্দিকীয়া মাদ্রাসা রোড ব্যাংক রোড, কাউন্সিল রোড, কালবাড়ি ও টাওয়ার রোডের রাস্তাগুলো কোথাও কোথাও হাটু পরিমান পানি জমে খানা খন্দকের সৃষ্টি হয়েছে। জীবনের ঝুকি নিয়ে যানবাহন সহ জনসাধারণ চলাচল করছে। ব্যবসায়ীদের অভিযোগ, সরকার প্রতি বছর লাখ লাখ টাকা রাজস্ব গ্রহন করলেও তেমন কোন উন্নয়ন চোখে পড়েনি এ বাজারে। বাজারে বসবাসরত সাবেক ইউপি সদস্য খান সামসুর রহমান জানান, বৃষ্টির পানি বের হওয়ার রাস্তা বন্দ করে দেওয়ার কারনে ৩০/৩৫টি বাড়িতে পানি জলাবদ্ধ সৃষ্টি হয়ে বসবাসের অনুপযোগি হয়ে পড়েছে। পাটকেলঘাটা বাজার কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান জানান, রাস্তার বিষয়ে মাননীয় সংসদ সদস্য এড মুস্তফা লুৎফুল্লাহ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারকে বিষয়টি অবহিত করা হয়েছে। সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড মুস্তফা লুৎফুল্লাহ জানান, বাজারের রাস্তা ও ড্রেনেজ উন্নয়নে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বাজারের দূরাবস্থার কথা আমি জানি। এলজিইডি কে বিষয়টি জানিয়েছি। জরুরী ভিত্তিতে কিছু করা যায় কিনা সেটার জন্য চেষ্টা করা হচ্ছে। তবে বাজারে ভারী যানবাহন চলাচলের উপর বিধি নিষেধ আরোপ না করলে রাস্তা করে কোন লাভ হবে না। সংবাদটি পড়া হয়েছে ১২৭৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন জাতীয় শিশু পুরষ্কার পেলো পাটকেলঘাটার ক্ষুদে বিজ্ঞানী জাবের অংগন পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত