গৃহবধূ সুবর্না সাহা এক সপ্তাহ নিখোঁজ প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০ | আপডেট: ১১:২৮:অপরাহ্ণ, জুন ১৭, ২০২০ সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেয়ালা নলতা গ্রামের যুগোল সাহার মেয়ে সুবর্না সাহা(২২) এক সপ্তাহ নিখোঁজ রয়েছে। এক সন্তানের জননী সুবর্না যশোরের মনিরামপুর উপজেলের হোগলাডাঙ্গা গ্রামের ভক্ত সাহার স্ত্রী। এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর বাবা থানায় ডায়েরি করেছেন। যুগোল সাহা জানান, তার কন্যা সুবর্না সাহা বুধবার (১০ জুন) সকালে শ্বশুর বাড়ি মনিরামপুর উপজেলের হোগলাডাঙ্গা গ্রাম থেকে বের হয় অদ্যবধি আর ফিরে আসেনি। বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। একমাত্র শিশু পুত্রকে রেখে বাড়ি থেকে বের হয় সে। তারা জামাই ভক্ত সাহা একজন মুদি ব্যবসায়ী। তিনি সকালে খাওয়া-দাওয়া শেষে দোকানে চলে যান। তিনি আরও জানান, তার মেয়েরে গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, লম্বা ৫ ফুট ১ ইঞ্চি এবং বাড়ি থেকে বের হবার সময় হালকা লাল রঙের শাড়ি পরা ছিল। নিরুপায় হয়ে মনিরামপুরা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন তিনি, যার নং ৪৭৪,তারিখ- ১৩/০৬/২০২০ খ্রিঃ। এদিকে কেউ যদি তার মেয়ের সন্ধান পান তবে ০১৯৬১-৮৪৮৮৩০ মোবাইল নাম্বরে যোগাযোগ করার জন্য সহৃদয়বানদের কাছে অনুরোধ করেছেন তিনি। গৃহবধু নিখোঁজনিখোঁজ সংবাদটি পড়া হয়েছে ৫৪১ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা