সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি এইচএম গোলাম রেজা করোনায় আক্রান্ত প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০ | আপডেট: ৯:১৩:অপরাহ্ণ, জুন ১৩, ২০২০ সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি এইচএম গোলাম রেজা করোনায় আক্রান্ত হয়েছেন। গত ১১ জুন তিনি করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত নয়। এরপর থেকে তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। তবে এমপির পরিবারের বাকি সব সদস্য সুস্থ আছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি মিরপুর-২ নম্বরের বাসায় চিকিৎসা নিচ্ছেন। তিনি তার সুস্থতার জন্য দেশেবাসীর কাছে দোয়া চেয়েছেন। প্রসঙ্গত, মহাজোট থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তিনি সাতক্ষীরা-৪ শ্যামনগর কালিগঞ্জ(আংশিক) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। করোনা আক্রান্তকরোনা ভাইরাস সংবাদটি পড়া হয়েছে ৫৩৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ কালিগঞ্জে অর্থ ও সম্পত্তিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে বৃদ্ধা মাকে হত্যার অভিযোগ