কলারোয়ায় বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, জুন ১২, ২০২০ | আপডেট: ১:৫২:অপরাহ্ণ, জুন ১২, ২০২০ সাতক্ষীরার কলারোয়ায় সজিব হোসেন(১৬) নামে এক স্কুল ছাত্রের বজ্রপাতে মৃত্যু হয়েছে। শুক্রবার(১২জুন) সকাল সাড়ে ৯টার সময় কলারোয়ার কুশডাঙ্গা ইউনিয়নের পানিকাউড়িয়া গ্রামে বজ্রপাতের এই ঘটনা ঘটে। সজিব হোসেন উপজেলার খোর্দ্দ গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে ও পানিকাউড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনির ছাত্র। স্থানীয়রা জানায়, সজিব হোসেন তার নানা বাড়ি পানিকাউড় গ্রামে থেকে পড়াশুনা করত। আজ সকালে সে তার তিন মামার সাথে মাঠে তিল আনতে গেলে মাঠের ভিতর বজ্রপাতের ঘটনাটি ঘটে। এতে সে গুরত্বর আহত হয়। পরবর্তীতে তাকে কলারোয়া উপজেলার সরকারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। কলারোয়া উপজেলার কুশডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসলামুল আলম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বজ্রপাতে মৃত্যু সংবাদটি পড়া হয়েছে ৮৪৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়ায় পুকুরে সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারালেন পুলিশের এসআই কলারোয়া থেকে ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬