মণিরামপুরে প্রযুক্তির প্রদর্শনী পুকুরে মৎস্য ফিড বিতরণ করলেন সভাপতি আবুল ইসলাম

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, জুন ৮, ২০২০ | আপডেট: ৮:৪৬:অপরাহ্ণ, জুন ৮, ২০২০

ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ প্রজেক্ট, মৎস অধিদপ্তর, যশোরের মণিরামপুর সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তার সার্বিক তত্বাবধায়নে মনোসেক্স তেলাপিয়া চাষ প্রযুক্তির প্রদর্শনী পুকুরে ও কার্প জাতীয় মৎস চাষ প্রদর্শনী পুকুরের জন্য সরকারীভাবে মৎস খাদ্য ফিড বিতরণ করা হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

উপজেলার চালুয়াহাটী, মশ্মিমনগর ও শ্যামকুড় ইউনিয়নে এই খাদ্য সোমবার বিকেলে নেংগুড়াহাট আমতলা মোড়ে বিতরণ করলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও চালুয়াহাটী ইউনিয়ন কার্প মিশ্র মৎসচাষী সমবায় সমিতির সভাপতি আবুল ইসলাম। উপস্থিত থেকে মৎস ফিড গ্রহন করেন তিন ইউনিয়নের প্রদর্শনী মৎসচাষী মালিকরা।


আপনার মতামত লিখুন :

উত্তম চক্রবর্তী। নিজস্ব প্রতিবেদক। মণিরামপুর, যশোর