সাতক্ষীরা উপকুলে টেকসই বেড়িবাঁধ ও সুপেয় পানির দাবিতে নৌ বন্ধন অনুষ্ঠিত প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, জুন ৭, ২০২০ | আপডেট: ৫:১১:অপরাহ্ণ, জুন ৭, ২০২০ সাতক্ষীরার শ্যামনগর উপকুলে টেকসই বেড়িবাঁধ ও সুপেয় পানির দাবিতে বুড়িগোয়ালিনীর খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা নাগরিক কমিটি, নাগরিক আন্দোলন মঞ্চ, জলবায়ু পরিষদ, যুব ফোরাম, গাবুরা জলবায়ু সহনশীল ফোরাম ও লিডার্স এই কর্মসূচির আয়োজন করে। রবিবার(৭ জুন) দুপুর দেড়টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আম্পানসহ দূর্যোগপ্রবণ দূর্গত উপকুলবাসীর জীববৈচিত্র্য রক্ষায় তিনদফা দাবি পেশ করেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। নৌ বন্ধনে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন, বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যন ভবতোষ কুমার মন্ডল, নাগরিক আন্দলন মঞ্চের সভাপতি ফাহিমুল হক কিসলুসহ অন্যান্যরা। নৌ বন্ধন সংবাদটি পড়া হয়েছে ৪২১ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা, অস্ত্র ও বিস্ফোরক মামলায় সাক্ষ্যগ্রহন শুরু কলারোয়ায় পরকীয়া প্রেমিকার দেখা করতে গেয়ে প্রাণ গেলো ব্যবসায়ীর