আশাশুনিতে ডেঙ্গু বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফোগার মেশিন উদ্বোধন প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, জুন ৫, ২০২০ | আপডেট: ১২:১০:অপরাহ্ণ, জুন ৫, ২০২০ আশাশুনিতে ডেঙ্গু বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফোগার মেশিনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম শুভ উদ্বোধন করেন। আশাশুনি উপজেলা চত্বরে দুপুর দুইটায় মশা নিধক ওষুধ, স্প্রে করে প্রথমে মশা নিধন কার্যক্রম শুরু করা হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শুম্ভুজিত কুমার মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, পিআইও সোহাগ খান, ইঞ্জিনিয়ার আক্তার হোসেন, মৎস্য অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সুদেষ্ণ সরকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা, ওমর ছাকী পলাশসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদটি পড়া হয়েছে ৫৬১ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন বঙ্গোপসাগর আলোর কোল দুবলার চরে সাপের দংশনে মৎস্যজীবী এক যুবকের মৃত্যু আশাশুনিতে স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক