তালায় বিষপানে বৃদ্ধের মৃত্যু প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, জুন ৪, ২০২০ | আপডেট: ১২:৫১:পূর্বাহ্ণ, জুন ৫, ২০২০ তালায় ইফাজতুল্লাহ শেখ(৯০) নামের এক বৃদ্ধ ঔষধ মনে করে বিষ পান করে মৃত্যুবরণ করেছে বলে জানা গেছে । তিনি উপজেলার হাজরাকাটি গ্রামের মৃত ময়েজউদ্দীন শেখের ছেলে। মৃত ঐ বৃদ্ধের পুত্র ছহিল উদ্দীন শেখ জানায়, বৃহস্পতিবার (৪জুন) সকাল আনুমানিক ৬টার দিকে ভুলবশত কাশির ঔষধ মনে করে বিষপান করেন। পরে আমরা বুজতে পেরে দ্রুত আমার বাবাকে তালা হাসপাতালে নেওয়ার পথিমধ্যে মহান্দী নামক স্থানে পৌছালে তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন । তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী রাসেল জানান, বিষয়টি আমি শুনেছি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আত্মহত্যাবিষ পানে মৃত্যু সংবাদটি পড়া হয়েছে ৩৯০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরায় মাদক সেবন ও চাঁদাবাজির অভিযোগে যুবদলের তিন নেতা গ্রেপ্তার তালায় ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা