প্রধানমন্ত্রীর দেওয়া উপহার মশ্মিমনগর ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে বিতরণ

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, জুন ৩, ২০২০ | আপডেট: ২:৪৮:অপরাহ্ণ, জুন ৩, ২০২০

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া উপহার খাদ্যসামগ্রী অসহায়দের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয়। বুধবার সকালে মশ্মিমনগর ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া উপহার খাদ্যসামগ্রী ৫১০ অসহায় পরিবারের মাঝে প্রতি জনকে ১০ কেজি চাউল এবং নগদ ৪০ টাকা বিতরণ করলেন মশ্মিমনগর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আবুল হোসেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এ সময় ট্যাগ অফিসার মো. দিদার-ই-খুদা এর উপস্থিতিতে বিতরণকালে উপস্থিত ছিলেন- মশ্বিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাষক ইউসুফ আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সহ গ্রাম পুলিশবৃন্দ।
উপহার বিতরণকালে ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বলেন- প্রধানমন্ত্রীর উপহার আমি সততা ও নিষ্ঠার সাথে অতি দারিদ্রদের মাঝে বিতরণ করছি। এ ইউনিয়নের মানুষ না খেয়ে থাকবেন না।

তিনি আরো বলেন, করোনা ভাইরাস একটি প্রাণঘাতি রোগ। এ রোগের বিস্তার রোধকল্পে সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরী। করোনা ভাইরাস মোকাবেলায় সর্বস্তরের জন-সাধারণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


আপনার মতামত লিখুন :

উত্তম চক্রবর্তী। নিজস্ব প্রতিবেদক। মণিরামপুর, যশোর