কেশবপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ৯ম শ্রেণির ছাত্রী প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, জুন ৩, ২০২০ | আপডেট: ৭:৫১:অপরাহ্ণ, জুন ৩, ২০২০ যশোরের কেশবপুরে বুধবার উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল নবম শ্রেণির এক ছাত্রী । নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুলতানার উপস্থিতিতে বাল্যবিয়ে হয়। জানা গেছে, উপজেলার কৃষ্ণনগর গ্রামের গোপাল সরদারের ৯ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে গোপনে বিয়ে করার উদ্দেশ্যে দেখার নাম করে মেয়ের বাড়ীতে বর বেশে আসেন পার্শ্ববর্তী খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা গোলাপ মন্ডলের ছেলে রাজু আহমেদ। উভয় পক্ষের দেখাদেখি শেষে গোপনে বিয়ের তোড়-জোড় প্রায় সম্পন্ন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা সঙ্গীয় ফোর্স নিয়ে ঐ মেয়ের বাড়ীতে হাজির হন। নির্বাহী ম্যাজিস্টেট এর উপস্থিতি টের পেয়ে বিয়ে করতে আসা ছেলে ও তার পক্ষের লোকজন দৌড় দিয়ে পালিয়ে যায় । এসময় তিনি মেয়ের পিতাকে ডেকে প্রাথমিকভাবে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত তাকে বিয়ে না দেওয়ার জন্য সতর্ক করাসহ মুচলেকা নেয়া হয়েছে। সংবাদটি পড়া হয়েছে ১৯৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে সাবেক ইউপি মেম্বারের আত্মহত্যা কেশবপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীসহ গুরুতর আহত ৪