সুপার সাইক্লোন আম্পানের তাণ্ডবে মনিরামপুরের রতনদিয়া দাখিল মাদ্রাসা লন্ডভন্ড প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, মে ৩১, ২০২০ | আপডেট: ৭:২১:অপরাহ্ণ, মে ৩১, ২০২০ সুপার সাইক্লোন আম্পানের তাণ্ডবে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের রতনদিয়া ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার টিনশেডের দুইটি আধাপাকা বিল্ডিং। বিল্ডিং দুটির উপর গাছ পড়ে, ভেঙ্গে-চুরে মাটিতে লুটিয়ে পড়েছে।এতে মাদ্রাসার ওই বিল্ডিংয়ে পাঠদান সম্পূর্ণ অসম্ভব বলে জানান মাদ্রাসা কর্তৃপক্ষ। জানাগেছে- ১৯৮৪ সালে চালুয়াহাটি ইউনিয়নের রতনদিয়া গ্রামে এ মাদ্রাসাটি চালু হওয়ার পর থেকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা দিয়ে আসছেন মাদ্রাসার ১০জন শিক্ষক। গত ২০ মে রাতের সুপার সাইক্লোন আম্পানের তাণ্ডবে মাদ্রাসার টিনশেডের দুইটি বিল্ডিংয়ের উপর গাছ ভেঙ্গে পড়ে কক্ষগুলো সম্পূর্ণ ভেঙ্গে-চুরে বিধ্বস্ত হয়ে যায়। এতে বড় ধরনের ক্ষতির শিকার হয় মাদ্রাসাটির। মাদ্রাসার সুপার মো. ওহীদুর রহমান এ প্রতিনিধিকে জানান- প্রবল ঘুর্ণি ঝড়ে মাদ্রাসাটির অবস্থা এখন খুব খারাব। যে কয়টি শ্রেণি কক্ষ ছিলো, সব কয়টি শ্রেণি কক্ষ ভেঙ্গে গেছে। মাটিতে পড়ে আছে টিনের চালা। বিধ্বস্ত হওয়া টিনশেডের বিল্ডিং দুইটি পুনরায় মেরামত করতে সময় এবং অর্থের প্রয়োজন। দ্রুত মেরামত না করতে পারলে প্রতিষ্ঠান খুললে খোলা আকাশের নিচেই পাঠদান কার্যক্রম চালাতে হবে। তাই সরকারি সাহায্য পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুল হাই বলেন- আমরা ম্যানেজিং কমিটি, শিক্ষক ও এলাকাবাসি মিলে আলোচনা করেছি। বিধ্বস্ত হওয়া বিল্ডিং দুইটি আমরা দ্রুত মেরামত করার চেষ্টা করছি এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করবো মাদ্রাসার ক্ষতিগ্রস্থ বিল্ডিংয়ের সংস্কার কাজে আর্থিক সহায়তা পাওয়ার জন্য। এলাকার কয়েকজন অভিভাবক জানান- ঘুর্ণি ঝড়ে মাদ্রাসাটির ব্যাপক ক্ষতি হয়েছে। সংস্কার কাজের জন্য মোটা অংকের টাকা প্রয়োজন। এজন্য সরকারি ভাবে দ্রুত সহযোগিতা কামনা করছি। তানা হলে ব্যাহত হবে পাঠদান। ঘূর্ণিঝড়ঘূর্ণিঝড় আম্পান সংবাদটি পড়া হয়েছে ৩৮৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য