সাতক্ষীরায় খেলোয়াড় এবং বিসিবি প্রদত্ত সহায়তা দু:স্থ ক্রিকেটারদের মাঝে প্রদান প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, মে ২৯, ২০২০ | আপডেট: ৬:৫৭:অপরাহ্ণ, মে ২৯, ২০২০ করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে সংকটকালীন সময়ে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে খেলোয়াড় এবং বিসিবি প্রদত্ত দূঃস্থ ক্রিকেটারদের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রীড়া সংস্থার হলরুমে প্রধান অতিথি হিসেবে উক্ত সহায়তা প্রদান করেন, সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিতে অতিথি হিসেবে সেখানে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান ও ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক প্রমুখ। করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে সংকটকালীন সময়ে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জেলার এক’শ ৭১ জন বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়দের মাঝে মোট ২ লক্ষ ৫৬ হাজার ৫শ’ টাকার নগদ অর্থ এবং বিসিবি প্রদত্ত দূঃস্থ ৫১ জন ক্রিকেটারদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। প্রধান অতিথি এমপি রবি বলেন, জেলার খেলোয়াড়দের কথা ভেবে করোনার প্রাদূর্ভাবে সংকটকালীন সময়ে জেলা ক্রীড়া সংস্থা ও বিসিবি একটি ভাল উদ্যোগ নিয়েছে। এজন্য জেলা ক্রীড়া সংস্থা ও বিসিবিকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে করোনা প্রতিরোধে কাজ করতে হবে। সংবাদটি পড়া হয়েছে ৪৭৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটা ওসি পুত্র ঋষিকেশ রবি দাবা খেলায় জেলা চ্যাম্পিয়ান সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা মহিলা ফুটবল দলকে সংবর্ধনা প্রদান