ঘূর্ণিঝড় আমফান: আশ্রয়কেন্দ্রে সাড়ে ১৩লাখ মানুষ প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, মে ২০, ২০২০ | আপডেট: ১:৪৫:অপরাহ্ণ, মে ২০, ২০২০ করোনাভাইরাস(কোভিড-১৯) মহামারীর মধ্যে ঘূর্ণিঝড় ‘আমফান’ বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে আসতে থাকায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিচু এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার কাজ চলছে। জাতীয় দুর্যোগ সাড়াদান সমন্বয় কেন্দ্রের উপসচিব কাজী তাসমীন আরা আজমিরী জানিয়েছেন, বুধবার সকাল ৯টা পর্যন্ত উপকূলীয় জেলাগুলোর ১৩ লাখ ৬৪ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। এই কাজ অব্যাহত রয়েছে। তিনি বলেন, মঙ্গলবার যাদের আশ্রয়কেন্দ্রে আনা হয়েছিল রাতে ঝড় আসেনি বলে তাদের অনেকে বাড়ি চলে যায়। আবার তাদের আশ্রয়কেন্দ্রে আনা হচ্ছে। বুধবার সকাল ৯টায় আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়, ঘূর্ণিঝড় আম্পান এগিয়ে এসেছে বাংলাদেশ উপকূলের ৩৫০ কিলোমিটারের মধ্যে। ঘূর্ণিঝড়ঘূর্ণিঝড় আমফান সংবাদটি পড়া হয়েছে ৪১৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন লঘুচাপ নিম্মচাপে পরিনত, মোংলা বন্দর থেকে ২৪০ কিলোমিটার দুরত্বে অবস্থান বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে আবহাওয়া বিরুপ, নদী বন্দরকে ৩ নম্বর হুশিয়ারী