সাতক্ষীরায় একদিনে ২৪জন করোনা সনাক্ত: মোট আক্রান্ত ২৮ প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, মে ১৭, ২০২০ | আপডেট: ৭:১৪:অপরাহ্ণ, মে ১৭, ২০২০ সাতক্ষীরায় এক দিনে ২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার রিপোর্ট এসেছে। এরমধ্যে ২৩ জন দেবহাটা উপজেলা ও এক জন আশাশুনি উপজেলার। এছাড়াও আরো ৪জন করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে হোমকোয়ারেন্টিনে চিকিৎসা নিচ্ছে। খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে আজ ২৪ জনের পজেটিভ রিপোর্ট আসে । আক্রান্তরা ঢাকা, নারায়নগঞ্জ ও গাজীপুর ফেরত ইটভাটা ও গার্মেন্টস কর্মি । সাতক্ষীরার সিভিল সার্জন মো: হুসাইন শাফায়ত এ খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বিষয়টি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। আক্রান্ত ব্যাক্তি ও তাদের সংস্পর্শে যারা এসেছিল তাদেরকে চিহ্নিত করা হবে। এরপর তাদের বাড়ি লকডাউন করার প্রক্রিয়া চলছে। তিনি আরো জানিয়েছেন, আক্রান্তরা নিজ বাড়িতে অবস্থান করছে। করোনা ভাইরাসসাতক্ষীরায় করোনা আক্রান্ত সংবাদটি পড়া হয়েছে ৮০৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়া সীমান্ত থেকে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা, অস্ত্র ও বিস্ফোরক মামলায় সাক্ষ্যগ্রহন শুরু